Header Add

Header ADS

ফরয সালাতের পর যিকরসমূহ



নামাজ কায়েম করা সকল মোসলমানদের জন্য ফরজ।তাই আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে।আল্লাহর রহমত পেতে হলে নামাজের সাথে সাথে অনেক যিকর করতে হয় কারন যিকর করলে মহান আল্লাহ তাআ'লর রহমত অর্জন করতে পারব ইনশাল্লা।   
আজকে আমারা আপনাদের কিছু যিকর জানিয়ে দিব যা আপনি প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর পাঠ করবেন।ইনশাআল্লাহ অবশ্যই  আপনি আল্লাহর খাস রহমত অজন করতে পারবেন।

চলুন আর কথা না বারিয়ে এবার জেনে নেওয়া যাক "যিকরসমূহ"

১ |আসতাগফিরুল্লাহ্ (৩ বার )
২ |আল্লাহুম্মা আনতাস্ সর্লাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল্-জালালি ওয়াল্ ইকরাম। (১ বার)
৩ | লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল্ মুলকু, ওয়া লাহুল -হামদু, ওয়া হুয়াল 'আলা কুল্লি শায়ইন ক্বাদীর।
আল্লাহুমা লা মানি'আা লিমা আ'ত্বায়তা, ওয়া লা মু'ত্বিয়া লিমা মানা'তা, ওয়া লা ইয়ানফা'উ যাল্ জাদ্দি মিনকাল জাদ্দু। (১ বার) 
৪ |লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ,লাহুল মুলকু,ওয়া লাহুল -হামদু, ওয়া হুয়াল 'আলা কুল্লি শায়ইন ক্বাদীর।
লা হাওলা ওয়া লা ক্বুওওয়াতা ইল্লা বিল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন্ নি'মাতু,ওয়া লাহুল ফাযলু ,ওয়া লাহুছ্-ছানাউল হাসান,লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিছীনা লাহুদ্দীন ওয়া লাও কারিহাল্ কাফিরুন।( ১ বার)

৫ |আল্লাহু আকবার (৩৩ বার)//আলহামদুলিল্লাহ্ (৩৩ বার)//সুবহানাল্লাহ্(৩৩ বার) 
৬ |লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু,ওয়া লাহুল্ হামদু,ওয়া হুয়াল 'আলা কুল্লি শায়ইন ক্বাদীর (১ বার পড়ে    ১০০বার পূর্ণ করবেন)
→যে ব্যক্তি প্রতি ফরয সালাতের পর পাঠ করবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে যদিও সাগরের ফেনা সমপরিমাণ হয়।

৭ |আল্লাহুম্মা আ'ইন্নী 'আলা যিকরিকা ওয়া শুকরিয়া ওয়া হুসনি 'ইবাদাতিকা(৩ বার)
৮ |লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা, লাহুল মুলকু, ওয়া লাহুল্ হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু,ওয়া হুওয়া 'আলা কুল্লি শায়ইন ক্বাদীর।(১০ বার, ফজর ও মাগরিবের পর)
৯ |আয়তুল কুরসী(১ বার)//যে ব্যক্তি প্রতি ফরয সালাতের পর পাঠ করবে,তাকে জান্নাতে প্রবেশে বাধা দিবেনা মৃত্যুবরণ করা ব্যতীত।
১০|সূরা:ইখলাছ,ফালাক্ব নাস্ (১ বার)
 ১১|আল্লাহুম্মা ইন্মী আসআলুকা ইলমান্ নাফি'ফা, ওয়া রিযক্বান্ ত্বায়্যিনা,ওয়া 'আমালাম্মুতাক্বাব্বালা (১ বার ফজর নামাজের পর )

No comments

Powered by Blogger.